Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাকেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফিরেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও। যদিও বিশ্বকাপে খেলা হয়নি তার। বিশ্বকাপে নিচের দিকে ব্যাটিংয়ের প্রস্তাব দেয়ায় নিজেই সরে দাঁড়িয়েছিলেন তামিম। এরপর থেকেই ক্রিকেটের দৃশ্যপটে নেই জাতীয় দলের এই ওপেনার। কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তারও নিশ্চয়তা নেই। এরই মধ্যে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তামিম তাদের অনুরোধ করেছেন ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে আপাতত তাকে না রাখার জন্য। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করে এই ব্যাপারে ভাবার কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগেও তামিমের আমাদের সঙ্গে আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না।

তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সেখানে তামিম তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments