কষ্টে কষ্টে কাটাচ্ছে দিন
হাজার হাজার প্রবাসী ভাই,
সুখে খরা দুখে ভরা
এই সময়ে কেউ ভালো নাই।
এলোমেলো হয়ে গেল
এই করোনা আসলো যখন,
কিছু কিছু কোম্পানির কাজ
বন্ধ করে দিল তখন।
তবে কিছু কোম্পানিতে
কাজে এখন আছে যারা,
মাসের পরে মাস চলে যায়
বেতন পাচ্ছে না যে তারা।
থাকা-খাওয়ায় কষ্ট করে
কষ্ট করে আবার কামে,
সুখের দেখা দেখবে বলে
তাদের শরীর ভিজায় ঘামে।
এই করোনায় এলোমেলো
করে দিল গোটাবিশ্ব,
আমরা প্রবাসে আছি যারা
হয়েছি আজ সবাই নিঃস্ব!