Wednesday, October 4, 2023
spot_img
Homeসাহিত্যকেউ জানলো না এবং অন্যান্য কবিতা

কেউ জানলো না এবং অন্যান্য কবিতা

কেউ জানলো না

তুমি এসেছিলে জীবনে
কচি লেবুপাতায়
নরম রোদে

তুমি চলে গেলে অতি গোপনে
ঝরাপাতার মতো
সময়ের স্রোতে

কেউ জানলো না
কেউ জানলো না

হৃদয়ের লেনাদেনা
তোমার কাছে যাওয়ার তালবাহানা

সব ভেঙে খড়কুটো হয়ে
উড়ে গেলে কাকাতুয়া হয়ে

কেউ জানলো না
কেউ জানলো না।

****

স্বস্তি চাই না

একদিন আমি অবসরে যাবো,
পৃথিবী আমাকে স্বস্তি দেবে।
আসলেই কি আমি স্বস্তি পাবো?

আমি স্বস্তি চাই না
আমি অপলক দেখতে চাই পানাপুকুর, কলমি জল
নদী, বালুচর, কাশফুল, সাদা বক
আমি প্রাণভরে নিঃশ্বাস নিতে চাই
এই সবুজের মাঠে, রং মাখতে চাই প্রজাপতির পাখায়
আমি গন্ধ নিতে চাই ক্যামেলিয়া, বকুল, গোলাপের

আমি স্বস্তি চাই না
আমি বেঁচে থাকতে চাই হাজার বছর
হাজার হাজার বছর, বহু হাজার বছর
যতদিন বাঁচলে আমাকে অমর বলবে;
ততদিন পৃথিবীর রূপ-রস-গন্ধ নিতে চাই।

****

মৃত্যু ও প্রার্থনা

মৃত্যুগন্ধে ভরে উঠেছে চারদিক,
আমি যেন এক গুনাহগার বান্দা।
ঘুমিয়ে গেছি অতলে
ঘুম ভেঙে দেখি ছাতিম কাঠের কফিনে আমি
না আছে আত্মীয়, না আছে বান্ধব
যেন ধুপের গন্ধ
আর মৃত্যুর গন্ধ মিলেমিশে একাকার।

আমি অজু করার পানি চাই
কফিন বেয়ে পড়তে থাকে পানির ধারা
খোদার কাছে হাত তুলে বলি,
হে ইশ্বর, আগের মতো পৃথিবী ভালো করে দাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments