Tuesday, March 28, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAকুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন ৫ জুন

কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন ৫ জুন

 যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হয়েছে। এতে আগামী ৫ জুন রোববার নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী আমরা (নির্বাচন কমিশন) নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা কিেছলাম। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও যুক্তিসঙ্গত কারণেই নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ৫ জুন রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী।  প্রেস রিলিজ,

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments