Sunday, October 1, 2023
spot_img
Homeধর্মকুমিল্লায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। সোমবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় আলেমদের পাশাপাশি বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের কারিরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। 

সোমবার আছরের পর থেকে এস এম মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয় এই সম্মেলন। আছরের পর থেকে এশার আগ পর্যন্ত মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া সাঈদি, মাওলানা মোস্তাক ফয়েজী ও মাওলানা রুহুল আমিন। 

এশার পর থেকে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আমন্ত্রিত কারিরা। বাংলাদেশের স্বনামধন্য কারি আহমদ বিন ইউসুফের পর একে একে তিলাওয়াত করেন ইরানের কারি শায়খ আহমদ আবুল কাসেমি, মিসরের শায়খ মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের আনোয়ারুল শাহ হাসান বুখারি ও ফিলিপাইনের কারি নোমান পিমবায়বায়া। 

উল্লেখ্য, প্রথমবারের মতো আল্লামা আব্দুল আলীম (রহ.) স্মরণে আন্তর্জাতিক মানের এই কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments