Thursday, September 28, 2023
spot_img
Homeবিনোদনকুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম: আসিফ

 ‘আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম’ – এ কথা বললেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

মূলত বড় ছেলে শাফকাত আসিফ রণের বাগদান নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাসে এ কথা লিখেছেন আসিফ।

গোপালগঞ্জের ইসমত শেহরীন ঈশিতার সঙ্গে বাগদান সেড়েছেন আফিসের ছেলে রণ। শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আসিফ আকবর।

এ সংগীতশিল্পী লিখেছেন,  ‘আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট হয়ে গেল ২৪ সেপ্টেম্বর,আলহামদুলিল্লাহ্।  মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপলগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ । আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশীর খবর আর হতেই পারেনা। চমৎকার হাসিখুশী সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভাল লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম ???’

পুত্রবধূ পেয়ে দারুণ খুশি আসিফ।

‘ও প্রিয়া, তুমি কোথায়’ খ্যাত শিল্পী লিখেছেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছে। ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকে চিনি। লক্ষ্মী মেয়েটিকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছিলাম। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments