নশ্বর পৃথিবীতে
শত্রুর প্রচন্ড আক্রমণে
আমার দেহ থেকে মস্তক ছিন্ন হলে
কী আসে যায়
ঐতিহাসিক ফলাফলে
সে-ই তো বিজয়ী
যে সর্বস্ব উৎসর্গ করতে চায়।
কী আসে যায়
পরিপূর্ণ সমগ্রতায়
কেন মানুষ জীবন ভিক্ষা চায়
কী আসে যায়
‘সাধু’ সন্দর্শনের বাসনায়।
ইতিহাসের হাতের পুতুল
গুপ্তচর বিশ্বাসঘাতক
যদি তাণ্ডব চালায় ব্যাপকতায়
বিপদে যদি কেউ
সাহস নিয়ে না দাঁড়ায়
কী আসে যায়।
পর্বত শৃঙ্গের স্থিরতায়
অনিবার্য বিস্ফোরণের অপেক্ষায়
কী আসে যায়
যদি ভালোবাসায়
পৃথিবী না বদলায়।
কী আসে যায়
অজস্র ভাষায়
মনের কথা যখন কথায়
প্রকাশ করা না যায়।
মানবজীবন বৃথা হয়ে যায়
প্রলোভনের পরিকল্পনায়
অপ্রত্যাশিত লজ্জায়
বিশাল নীরবতায়
নিতে হবে বিদায়।
অপার রহস্যের আবির্ভাব
ভবিষ্যৎ সুখ কানায় কানায়
কী আসে যায়
ঐশ্বরিক পাখি যদি না থাকে
দেহ খাঁচায়।