ইউক্রেনে যুদ্ধ শুরু পর দূতাবাস বন্ধ করে দেয় ভারত। তবে দেশটির রাজধানী কিয়েভে আবার সেই দূতাবাস চালু করছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ১৭ মে ইউক্রেনে দূতাবাস চালু করবে ভারত। যুদ্ধ শুরুর পর ইউক্রেনে থেকে বেশিরভাগ ভারতীয়কে সরিয়ে নেওয়া হয়। সেইসঙ্গে দেশটির দূতাবাসও পোল্যান্ডে স্থানান্তর করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।