কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন।
স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আরব নিউজের।
বিস্ফোরণে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা অভিযান শুরু করেন।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী।