Wednesday, December 6, 2023
spot_img
Homeআন্তর্জাতিককাশেম সোলাইমানি হত্যার ২ বছর, জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাকড

কাশেম সোলাইমানি হত্যার ২ বছর, জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাকড

ইসরাইলের সবথেকে প্রভাবশালী গণমাধ্যমগুলোর একটি জেরুজালেম টাইমসের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা। সোমবার গণমাধ্যমটি ওয়েবসাইট হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছে। তারা একে ইসরাইলের উপর আক্রমণ হিসাবে আখ্যায়িত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে এখন সাধারণ নিউজফিডের পরিবর্তে ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির ছবি প্রদর্শন করা হচ্ছে। ২০২০ সালের ৩রা জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, তার হত্যার প্রতিশোধ নিতেই ইরানি হ্যাকাররা ইসরাইলের অন্যতম প্রধান গণমাধ্যমটিকে টার্গেট করেছে।

জেরুজালেম পোস্ট ইংরেজি ভাষায় প্রকাশিত একটি ইসরাইলি দৈনিক। টুইট বার্তায় তারা জানিয়েছে, ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।তবে এটি ছাড়া ইসরাইলের আর কোনো ওয়েবসাইট হামলার মুখে পড়েনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments