ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ২৩টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর পাঁচটা) এই চুক্তি কার্যকর হওয়া শুরু হবে। এর আগে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে দ্রুত গতিতে অনুমোদন পায় চুক্তিটি। খবর বিবিসির। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, চুক্তিটি পুরো ইউরোপের জন্যই মঙ্গলজনক।
যদিও এর আগে এক মাস ধরে বিষয়টি নিয়ে বিরোধে জড়ায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অবশেষে বড়দিনের আগের সন্ধ্যায় দুই পক্ষ এ নিয়ে ঐকমত্যে পৌঁছায়।
পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পাওয়ার পর এমপিদের ধন্যবাদ জানিয়ে বরিস জনসন বলেছেন, এই মহান দেশের গন্তব্য এখন জোরালোভাবেই আমাদের হাতে রয়েছে। তবে বিরোধীরা বলছেন, ইউরোপে থাকার সময়ের চেয়ে এখনই দেশের অবস্থা বেশি খারাপ হবে।
গেল বছরের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও এতদিন পর্যন্ত ব্রাসেলসের বাণিজ্যিক নিয়ম মেনে চলে এসেছে যুক্তরাজ্য।
সময়সীমা শেষ হওয়ার আগে উভয় পক্ষ নতুন এই চুক্তিতে পৌঁছায়। এর মধ্যে নতুন বাণিজ্য, নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে।
দ্য ইইউ (ভবিষ্যৎ সম্পর্ক) বিল এর মাধ্যমে চুক্তিটি যুক্তরাজ্যের আইনে পরিণত হয়েছে। হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে বিলটি অনুমোদন পায়।
পরে হাউস অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানীর সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য যেমন নিজের মতো করে বেড়ে উঠতে পারবে তেমনি উন্মুক্ত বাণিজ্যও করতে পারবে।