Thursday, November 30, 2023
spot_img
Homeসাহিত্যকারাগারের পাখি

কারাগারের পাখি

(উৎসর্গ: নার্গিস মোহাম্মদি )

নোবেল পুরস্কারজয়ী আপনি, 
মানুষের অধিকার আদায় ও
পুঞ্জীভূত অন্যায়ের বিরুদ্ধে
বিপুল গণজাগরণের
ঐতিহাসিক বীর,
সারা বিশ্ব আপনার কীর্তি 
উদযাপন করছে
আর আপনি কারাবন্দি।

বিশাল শক্তিমত্তার সাথে 
৩১ বছরের দণ্ড নিয়ে
১৩ বার কারাগারে
যাওয়া আসা করেন
বিদেশ ভ্রমণের মত।

দাসত্বের শৃঙ্খল চূর্ণ করতে
নিরন্তর যন্ত্রণাদগ্ধ হচ্ছেন
পেশী শক্তির আস্ফালনে
অহরহ দুঃস্বপ্ন দেখছেন
কারাগারের ফটকে
মানবিক চিহ্ন খোদাই করেছেন।

আপনি অন্যায়কে বিতাড়িত করেন
অথচ অবিচার ক্রমাগত 
আপনাকে আক্রমণ করে,
চিকিৎসার প্রয়োজনেও
আপনাকে বাইরে যেতে দিচ্ছে না,
কারাগারে অনশন ক’রে
নিজের জীবনকে 
মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

বিশ্ববাসী আপনাকে প্রতিনিয়ত
অভ্যর্থনা জানায়,
আপনি কারাগারে
অথচ বিশ্বব্রহ্মাণ্ডের ক্যানভাসের উপর
ভ্রমন করে বেড়াচ্ছেন,

জয়তু- কারাগারের পাখি
নার্গিস মোহাম্মদি।

৭ নভেম্বর ২০২৩

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments