Monday, May 29, 2023
spot_img
Homeআন্তর্জাতিককাবুলে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবারের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে গিয়ে দাঁড়িয়েছে। মাগরিবের নামাজ চলাকালে এ ঘটনা ঘটেছিল।

কাবুল পুলিশের একজন মুখপাত্র খালিদ জারদান বৃহস্পতিবার জানান, ওই বিস্ফোরণে ২১ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৩ জনের মতো আহত হয়েছে।

খবরে বলা হয়, কাবুলের উত্তরাঞ্চলে খাইর খান্না এলাকার সিদ্দিকিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণ হয়।

এতে মসজিদের কাছের বাড়িঘরগুলোর জানালাও ভেঙে যায়।

এই হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তালেবান ক্ষমতায় আসার পর এ ধরনের কয়েকটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী হামলার তালেবানের সমর্থক এক ধর্মীয় নেতা নিহত হন। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএস।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের হত্যাকারী ও অপরাধীরা শিগগিরই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে। ’

তালেবান ক্ষমতায় আসার পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মসজিদগুলোতে হামলার ঘটনা বেড়েছে।

বুধবারের ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন। ইমামের নাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি। সূত্র: আলজাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments