সব সরকারি অফিসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে কানাডা। মঙ্গলবার থেকে সরকারি অর্থায়নে কেনা সব ডিভাইস থেকে টিকটক অ্যাপ সরিয়ে ফেলা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, অ্যাপটিকে ঘিরে নিরাপত্তাজনিত যথেষ্ট শঙ্কা থাকায় সিদ্ধান্তটি নিতে হয়েছে। এই সিদ্ধান্তের জেরে হতাশা প্রকাশ করেছে টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স। এদিকে সরকারি প্রতিষ্ঠানের ডিভাইসে চীনা শর্ট ভিডিও অ্যাপ টিকটক সরানোর জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে হোয়াইট হাউস। সোমবার যুক্তরাষ্ট্রের তথ্য নিরাপদে রাখতে সব কেন্দ্রীয় সংস্থাকে অবশ্যই ফোন ও অন্যান্য সিস্টেম থেকে টিকটক অ্যাপটি মুছে ফেলতে হবে। টিকটকের কাছে যাতে কোনো ইন্টারনেট ট্রাফিক না পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। গত সপ্তাহে ইউরোপীয় কমিশনও সরকারি অফিসের ও কর্মীদের ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করে।
সূত্র : রয়টার্স