Thursday, June 8, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিকানাডায় সংবাদ না দেখানোর হুমকি মেটার

কানাডায় সংবাদ না দেখানোর হুমকি মেটার

কানাডার নতুন প্রস্তাবিত ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ আইন পাস হলে কানাডিয়ানরা মেটা প্ল্যাটফরমে আর কোনো নিউজ কনটেন্ট দেখতে পারবে না। গত বছর এপ্রিলে এই আইন উত্থাপন করা হয়। এ আইনে মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সংবাদ প্রকাশকদের সঙ্গে আর্থিক চুক্তি করার কথা বলা হয়। অর্থাৎ নিউজ দেখানোর বিনিময়ে সংবাদ প্রকাশকদের অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এতে সংবাদের লিংক না দেখানোর হুমকি দেয় মেটা। এ প্রসঙ্গে মেটার মুখপাত্র বলেন, ‘আইন দিয়ে আমাদের বাধ্য করা হচ্ছে, যাতে খবরের লিংকের জন্য আমরা অর্থ দিই অথবা এমন সব কনটেন্টের জন্য অর্থ দিই, যা আমরা কখনোই পোস্ট করি না। এই লিংক বা কনটেন্ট দেখার জন্য মানুষ আমাদের প্ল্যাটফরম ব্যবহার করে না। তাই এই আইনের কার্যকারিতা নেই।’

সরকারকে আইন করে প্রযুক্তি কম্পানির ওপর বাধ্যবাধকতা তৈরির কথা বলেছে কানাডার তথ্য মন্ত্রণালয়। তাদের ভাষ্য, মেটা ও গুগল তাদের বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের পথ অনেকাংশে বন্ধ করে দিয়েছে। এর আর্থিক ক্ষতিপূরণ চায় তারা।

সম্প্রতি গুগলও একই আইনের জেরে ১৬ মার্চ থেকে কানাডায় পরীক্ষামূলকভাবে সার্চ রেজাল্টে সংবাদ দেখানো বন্ধ করার কথা জানিয়েছে।         সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments