Wednesday, October 4, 2023
spot_img
Homeধর্মকানাডায় ঈদ উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকিট

কানাডায় ঈদ উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকিট

মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছে কানাডার ডাক বিভাগ। গত ৩ এপ্রিল প্রকাশিত ডাকটিকিটে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত সাত শ বছরের পুরনো সিরামিক বাটির ছবি রয়েছে। এতে বড় আকারে আরবিতে ‘ঈদ মোবারক’- অর্থাৎ আপনার ঈদ আনন্দময় হোক লেখা রয়েছে।

কানাডার ডাক বিভাগের বিবরণ থেকে জানা যায়, সাত শ বছরের পুরনো বাটির সঙ্গে ঈদুল ফিতরের উৎসবের বিশেষ সংযোগ রয়েছে। পবিত্র রমজান মাসের ৩০ দিন ইসলামের অবশ্য পালনীয় বিধান রোজার পর ঈদ উৎসব উদযাপন করা হয়। হাতে তৈরি বাটিটি ১৩২৯ সালে ইরানে শক্ত পাথরের পেস্ট দিয়ে তৈরি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের মৃৎশিল্পীরা স্থল ফটিক, কাচ ও কাদামাটির মিশ্রণ থেকে সেই শক্ত পাথরের উপাদান উদ্ভাবন করে। মনে করা হয়, বাটিটি ইফতারের সময় খেজুর, স্যুপ ও অন্যান্য খাবার পরিবেশনে ব্যবহৃত হতো। বাটির গায়ে জ্যামিতিক নকশায় নীল, বেগুনি ও কালো রঙের নানা ফুলের চিত্র আঁকা হয়। বাটির ভেতরে গ্রহীতার কল্যাণ কামনা করে একটি ফার্সি কবিতা খোদাই রয়েছে।

জাদুঘরের ইসলামিক ওয়ার্ল্ড কালেকশনের কিউরেটর ড. ফাহমিদা সুলেমান বলেছেন, ‘রয়্যাল অন্টারিও মিউজিয়ামের সংগ্রহের অংশ হিসেবে নানা কারণে এই শিল্পকর্মের গুরুত্ব রয়েছে। বাটিটির অনেক বিশেষত্ব রয়েছে। কারণ আমরা জানি তা ঠিক কখন, কোথায় তৈরি হয়েছিল এবং এর তাৎপর্য কী। আশ্চর্যের বিষয় হলো, এর সব কিছুই এখনো অক্ষত রয়েছে। বিশেষত ৭২৯ সালের রমজানে লেখা কবিতাটি বাটির গায়ে তারিখসহ খোদাই করা হয়। এতে মানবতার গভীর অনুভূতি রয়েছে। আজকের বিশ্বের সব অশান্তির মধ্যেও কবিতাটি আমাদের সব দুঃখ ভুলে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার অনুরোধ জানিয়েছে। কবিতায় আমাদের সুরক্ষা ও কল্যাণ কামনা করা হয়। তা ছাড়া শিল্পী নীলসহ যেসব রং বেছে নেন তা-ও আত্মার উন্নয়নের জন্য ছিল।’

কানাডার জনসাধারণের বৈচিত্র্যময় সংস্কৃতি উদযাপন করতে প্রতিবছর ঈদ, দিওয়ালি, হানুক্কা ও ক্রিসমাস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করা হয়। সাংস্কৃতিক উদযাপনের অংশ হিসেবে পঞ্চমবারের মতো আসন্ন ঈদ উপলক্ষে ডাকটিকিটটি উন্মোচিত হয়। এর আগে ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও এমন আয়োজন ছিল।

সূত্র : কানাডা পোস্ট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments