Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাকাতার বিশ্বকাপে সেনা পাঠাবে পাকিস্তান

কাতার বিশ্বকাপে সেনা পাঠাবে পাকিস্তান

কাতার বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠাতে যাচ্ছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দোহা সফরের আগমুহূর্তে এমন খবর দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গত সোমবার মন্ত্রিপরিষদে খসড়া চুক্তিটি অনুমোদনও দেয়া হয়েছে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সংবাদ সংস্থা রয়টার্সকে সেনা পাঠানোর চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে দুই দেশের এই দ্বিপক্ষীয় চুক্তি কবে স্বাক্ষরিত হবে তা জানা যায়নি। 

পাকিস্তানের মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোতে পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে কাতার। ঠিক কত সংখ্যক সৈন্য পাঠানো হতে পারে তা বলা হয়নি বিবৃতিতে। 

গত জুলাইয়ে তুরস্ক জানায়, বিশ্বকাপ চলাকালীন কাতারে নিরাপত্তা দিতে ৩,২৫০ জন সিকিউরিটি অফিসার পাঠাতে প্রস্তুত তারা। এছাড়া টুর্নামেন্ট সামনে রেখে কাতারের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টিও নিশ্চিত করে আঙ্কারা। উল্লেখ্য, কাতারে বিশ্বকাপের সময় নিয়োজিত থাকবে ন্যাটো জোটের সদস্যরাও। বছরের শুরুতে ন্যাটো জানায়, ‘কাতার ও ন্যাটোর পারস্পারিক সহযোগিতার অংশ হিসেবে দ্য নর্থ আটলান্টিক অ্যালায়েন্স (ন্যাটো) বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা প্রদান করবে। কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং নিওক্লিয়ার হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ট্রেনিং দেয়া হবে। থাকবে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশিক্ষণও।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments