Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিককাজাখস্তানে সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

কাজাখস্তানে সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

ভয়বাহ সহিংস প্রতিবাদ বিক্ষোভের মধ্যে বরখাস্ত করা কাজাখস্তানের আভ্যন্তরীণ গোয়েন্দা এজেন্সির প্রধানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির (কেএনবি) এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার করা এ সংস্থার সাবেক প্রধান করিম মাসিমোভ ছিলেন কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভের ঘনিষ্ঠ মিত্র। তার রাষ্ট্রদ্রোহিতার তদন্তের পর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। এতে বলা হয়, এ বছরের ৬ই জানুয়ারি কেএনবি তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত করে।

একই দিন অপরাধ সংগঠনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে অস্থায় এক বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে। প্রায় ৩০ বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীন হয়েছে এই দেশটি। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা দেখা দিয়েছে সেখানে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সহিংসতা।পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার সহায়তা নিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। তিনি রাস্তায় বিক্ষোভকারী দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments