শাকিব খানের সিনেমা ‘মায়া’- থেকে সরে যাওয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পূজা চেরি। অনেকেই মনে করেন, এতে করে শাকিবকে অসম্মান করা হয়েছে। যদিও পূজা নিজে জানালেন এমন কিছুই নয়। তিনি বলেন, আমি কাউকে অসম্মান করে কিছু বলতে চাইনি। হয়তো ভুল বুঝেছেন কেউ কেউ আমাকে। অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছেন। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই। পূজা বলেন, আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।
অনেকেই বলেছেন, পূজাকে শাকিব খান আগেই ‘মায়া’ থেকে বাদ দিয়েছেন। এ বিষয়ে পূজা বলেন, এগুলো অসম্মানজনক কথা। এসব না বলাই ভালো। শাকিব খানের সঙ্গে ‘গলুই’- সিনেমা করতে গিয়ে প্রেমের গুঞ্জয় ছড়ায় পূজার। তিনি বলেন, যার সঙ্গে কাজ করবো গুঞ্জন ছড়াতে পারে এটা স্বাভাবিক। এদিকে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে পূজার মনোমালিন্য চলছিল পূজা ফেসবুকে পোস্ট দিয়ে এরইমধ্যে প্রতিষ্ঠানটির কাছে ক্ষমাও চেয়েছেন। জাজও তাকে ক্ষমা করেছে। তাই শিগগির জাজের নতুন ছবিতে দেখা যেতে পারে তাকে। এদিকে নারী দিবস উপলক্ষে পূজা চেরি অভিনীত ‘পরী’- নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে পূজার বিপরীতে আছেন জোভান।