কলকাতার ধারাবাহিক নাটকের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক ও বাংলাদেশের মেধাবী অভিনেত্রী কেয়া পায়েল জুটি বেঁধে অভিনয় করছেন একটি নাটকে। নাটকের নাম ‘চ্যালেঞ্জ একসেপ্টেড’। পরিচালনা করছেন শাহনেওয়াজ সজীব। বর্তমানে রাজধানীর একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। আজ থেকে এ নাটকের শুটিং শুরু হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কেয়া পায়েল। শুটিং স্পট থেকে তিনি মানবজমিনকে বলেন, আজ থেকেই নতুন এই নাটকের কাজ শুরু করলাম। এখন শুটিং সেটেই আছি।দুর্দান্ত একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে, এতে সহশিল্পী হিসেবে পেয়েছি ওপার বাংলার গুণী অভিনেতা ঋষি কৌশিককে। আশা করছি তার সঙ্গে একটি সুন্দর কাজ হবে। দর্শকদের মনের মতো একটি নাটক উপহার দিতে পারবো। আর আমিও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো। উল্লেখ্য, কেয়া পায়েল বর্তমানে আসন্ন ভালোবাসা দিবসের নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু নাটকের কাজ।