Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনকলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম

ক্যারিয়ারের সুসময় পার করছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নির্মাতা রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমা তার ক্যারিয়ারের এক নতুন মাত্রা যোগ করেছে। দর্শক মহলে প্রশংসিত হয়েছেন এই নায়িকা। এবার এই সিনেমার জন্য কলকাতায় সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন তিনি। সদ্য অনুষ্ঠিত হওয়া ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুকে মিম লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায় ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি (সেরা অভিনেত্রী বাংলাদেশ)।’

টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার উল্লেখ করে মিম বলেন, ‘ডেফিনেটলি ভালো লাগছে। পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার।’

তিনি আরও বলেন, ‘পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।’

প্রসঙ্গত, মিম অভিনীত নতুন সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। দীপংকর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায় মিমকে দেখা যাবে নতুনভাবে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। এ্রছাড়াও, ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা কলকাতায় নতুন সিনেমা করেছেন। সেই সিনেমায় তার বিপরীতে আছেন জিৎ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments