যুক্তরাষ্ট্রের কর্মীদের বেতন ১০ শতাংশ বাড়িয়েছে অ্যাপল। বুধবার তারা জানায়, প্রতি ঘণ্টায় অন্তত ২২ ডলার থেকে ৩১ ডলার হিসাবে বেতন পাবেন কর্মীরা। এ ছাড়া রিটেইল ও করপোরেট শাখার কর্মীদের জন্য পুরো বছরের কর্মদক্ষতা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি তিন মাস এগিয়ে আনা হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হবে এ বছরেরই জুলাই মাস থেকে।
বর্তমানে অ্যাপলে এক লাখ ৫৪ হাজার কর্মী রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কম্পানিগুলো কর্মী স্বল্পতায় ভুগছে। যোগ্য কর্মীদের অনেকেই নিজেদের কম্পানি দাঁড় করাচ্ছেন। মহামারি চলাকালীন অনেকে আবার চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। চলতি মাসে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটও কর্মীদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। গুগল ও অ্যামাজনও বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ছিল ৮.৩ শতাংশ, যা ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বেকারত্বের হার কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় কর্মীদের ধরে রাখতে বেতন বাড়িয়েছে বড় প্রযুক্তি কম্পানিগুলো। সূত্র : ফিন্যানশিয়াল রিভিউ