দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার ভূয়সী প্রশংসা করেছেন। ডব্লিউএইচওর মহাপরিচালক সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে বলেছেন, বর্তমানে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
যেটি সত্যিই প্রশংসনীয়। তিনি বলেছেন, করোনা আক্রান্ত দেশের তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চম নাম্বারে থাকলেও বর্তমানে তা সপ্তম নাম্বারে চলে এসেছে।
করোনা মোকাবেলা অত্যন্ত জটিল কাজ হলেও দক্ষিণ আফ্রিকা সরকার অত্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের নাগরিকদের জন্য কাজ করে যাচ্ছে, যেটি প্রশংসনীয়। তিনি আরও আশা করেছেন, করোনা মোকাবেলায় দক্ষিণ আফ্রিকা আগামীতে শতভাগ সফল হবে এবং আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।
ডব্লিউএইচওর মহাপরিচালক, কঠিন এ কাজটি সহজ করে সমাধান করার জন্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট সিরিল রামাপোসাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, করোনা মোকাবেলায় ডব্লিউএইচও তাদের ৪৩ জন বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছিল তাদের কর্তব্যরত চিকিৎসকদের সহযোগিতা করার জন্য।