করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) জ্যাক সুলিভান। গত সোমবার তিনি লুক্সেমবার্গে সাড়ে চার ঘন্টার জন্য চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি’র সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত করেন। করোনা পজেটিভ ধরা পরার ফলে সুলিভানের ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ওদিকে এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার যোগ দেয়ার কথা রয়েছে গ্রুপ অব সেভেনের বৈঠকে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আদ্রিয়েনে ওয়াটসন বলেছেন, বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ কনটাক্ট নেই সুলিভানের এবং তার লক্ষণ অপ্রকাশিত। এটাই তার প্রথম করোনাভাইরাসে সংক্রমণ।
জ্যাক সুলিভান এর আগে শুক্রবার হোয়াইট হাউজে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী আইসাতা টল সাল-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার লুক্সেমবার্গে সাড়ে চার ঘন্টার জন্য কথা বলেছেন চীনের শীর্ষ কূটনীতিক ইয়াংয়ের সঙ্গে। গত সপ্তাহে হোয়াইট হাউজ ঘোষণা করেছে যে, গ্রুপ অব সেভেনের সামিটে যোগ দিতে জার্মানি সফর করবেন প্রেসিডেন্ট বাইডেন। তার সঙ্গে থাকার কথা জ্যাক সুলিভানের।