Wednesday, March 22, 2023
spot_img
Homeলাইফস্টাইলকরোনা আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫০ লাখের কাছাকাছি

করোনা আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫০ লাখের কাছাকাছি

মহামারী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫০ লাখের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পৌণে ১০টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ১৭৯ জন।

আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২৩ হাজার ৬৮ জন।

এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৮৩৯ জন মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩৪৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৪৫১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৪৩ হাজার ২৬৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৭৮২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৫ লাখ দুই হাজার ৬১৮ জন। ছয় লাখ ৬২ হাজার ১১ জন মারা গেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments