Sunday, March 26, 2023
spot_img
Homeলাইফস্টাইলকরোনায় মৃতের সংখ্যা ৬২ লাখ ছাড়ালো

করোনায় মৃতের সংখ্যা ৬২ লাখ ছাড়ালো

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ এক হাজার ৮৯৫ জনে।

আর আক্রান্ত হয়েছেন সাত লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৯ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৯৫ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৪ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৬৬৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ১৩১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩৫ হাজার ২৭১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৬৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ পাঁচ হাজার ১৯২ জন। ছয় লাখ ৬১ হাজার ২৭০ জন মারা গেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments