Monday, March 27, 2023
spot_img
Homeলাইফস্টাইলকরোনায় প্রকৃত মৃত্যু অন্তত দেড় কোটি: ডব্লিউএইচও

করোনায় প্রকৃত মৃত্যু অন্তত দেড় কোটি: ডব্লিউএইচও

কোভিড মহামারিতে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১.৫ কোটি মানুষ, যা বর্তমান পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ! সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মূলত গাণিতিক মডেলের সাহায্যে করা এই সমীক্ষায় বিশেষজ্ঞদের দাবি, দু’বছরের নিরিখে এই মৃত্যুর হার স্বাভাবিকের থেকে ১৩ শতাংশ বেশি। ডব্লিউএইচও এ-ও দাবি করেছে যে, বহু দেশই মৃত্যুর আসল পরিসংখ্যান প্রকাশ করেনি। ভারত তাদের মধ্যে অন্যতম।

ফলে, বাস্তবে মৃত্যুর সংখ্যা হতে পারে আরও বেশি। অভিযোগ, ভারতে মহামারিতে মৃত্যুর সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে অন্তত ১০ গুণ বেশি। ডব্লিউএইচও’র এই দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে ভারত জানিয়েছে, গাণিতিক মডেলের সমীক্ষা ব্যবহার করে অতিরিক্ত মৃত্যু দেখানো হচ্ছে। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার তরফ থেকে ঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। সূত্র: বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments