নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ‘বাংলা ক্লাব ইউএসএ’। গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় আলবেনিয়ান আমেরিকান ওপেন হ্যান্ড এসাসিয়েশনের সহযোগিতায় বাংলা ক্লাব প্রায় দু’শ পরিবারের মাঝে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করে।
এই আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন সহ কমিউনিটির নের্তৃবৃন্দ।
বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।