চীন থেকে শুরু করে বিশ্বের ৬০টি দেশ এখন কাঁপছে করোনাভাইরাসের প্রকোপে। ভাইরাসের থেকেও দ্রুত ছড়াচ্ছে করোনার আতঙ্ক। তার মাঝেই এমন কিছু ছবি ভিডিও সামনে আসছে, যা হয়তো একটু সাহস যোগাবে, ভয় কাটাবে। এমনই একটি ভিডিও সামনে এল ইরান থেকে।
ইরানের সাংবাদিক মসিহ আলিনেজাদ তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন মঙ্গলবার।
সেখানে দেখা যাচ্ছে, এক নারী সেবিকা অ্যাপ্রন, মুখোশ, মাথায় নির্দিষ্ট টুপি পরে নাচছেন। সম্ভবত মোবাইলে কেউ একজন সেই দৃশ্য রেকর্ড করেন। পরে যেটি মসিহ’র টুইটার হ্যান্ডলে আপলোড হয়।
মসিহ জানিয়েছেন, ইরানের সর্বত্র ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দেশটির স্বাস্থ্যকর্মীরা প্রচুর চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যেই কেউ একজন তার নাচের ভিডিও পাঠিয়েছেন, দেখাতে চেয়েছেন এখনও তাদের মধ্যে মানবিক উদ্দীপনা বেঁচে রয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানে নাচা নিষিদ্ধ।
While the #CoronaVirus spreads all over Iran claiming hundreds of lives, Iran's admirable healthcare workers are overwhelmed and under a lot of pressure.
Some of them are sending their dancing videos to show their human spirit.
By the way, dancing is forbidden in Iran. pic.twitter.com/2y0hlqX5we
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) March 3, 2020