এআই সমর্থিত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ‘কোপাইলট’ আনতে যাচ্ছে মাইক্রোসফট। কম্পানিটির প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, এই টুল কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার বা ডকুমেন্ট তৈরির ধরন চিরতরে বদলে দেবে। একই সঙ্গে বাড়াবে কাজের দক্ষতাও। চ্যাটবট রূপে ডিজিটাল সঙ্গী হিসেবে তো থাকবেই, আবার মাইক্রোসফট ৩৬৫-র অন্তর্ভুক্ত সব অ্যাপ যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ার পয়েন্ট ও টিমে কাজ করার সময়ও সহযোগিতা করবে। উদাহরণ হিসেবে বলা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে লেখা সম্পাদনার সময় ১০ ধরনের বৈচিত্র্যপূর্ণ লেখা দেখাবে কোপাইলট। সময়ের সঙ্গে সঙ্গে এই টুল আরো শক্তিশালী হবে। আগামী দিনে শুধু কনটেন্ট লেখা নয়, ছবি ও ভিডিও তৈরির কাজও করবে কোপাইলট। আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে কোপাইলট ব্যবহার করতে পারছেন। কয়েক মাসের মধ্যেই টুলটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।
সূত্র : দ্য ভার্জ