Thursday, September 28, 2023
spot_img
Homeধর্মকমিশনে অন্যের পণ্য নিজ ওয়েবসাইটে বিক্রি

কমিশনে অন্যের পণ্য নিজ ওয়েবসাইটে বিক্রি

কমিশনের ভিত্তিতে অন্য কম্পানির পণ্য নিজ ওয়েবসাইটে বিক্রি করা জায়েজ আছে। এবং এর জন্য মূল্য গ্রহণ করা জায়েজ আছে। এ বিষয়ে সহিহ বুখারিতে ‘কিতাবুল ইজারা’য় একটি অধ্যায় আছে। যার শিরোনাম হলো : ‘বাবু আজরিস সামসারাহ।

সেখানে আছে : ইবনু সিরিন, আতা, ইবরাহিম ও হাসান (রহ.) কমিশনের ভিত্তিতে (দালালির মজুরিতে) কেনাবেচা করাকে কোনো দোষ মনে করেননি। ইবনু আব্বাস (রা.) বলেন, যদি কেউ বলে যে তুমি এ কাপড়টি বিক্রি করে দাও। এত এত (অর্থের) বিনিময়ে, যা বেশি হয় তা তোমার। এতে কোনো দোষ নেই। ইবনু সিরিন (রহ.) বলেন, যদি কেউ বলে যে এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তাহলে এতে কোনো দোষ নেই। নবী (সা.) বলেছেন, ‘মুসলমানরা তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। ’

সুতরাং এই মূলনীতির আলোকে কমিশনের ভিত্তিতে অন্য কম্পানির পণ্য নিজ ওয়েবসাইটে বিক্রি করা জায়েজ আছে। এবং এর জন্য মূল্য গ্রহণ করা জায়েজ আছে। তা ছাড়া মানুষের মধ্যে তা অধিক প্রচলিত হওয়ার কারণেও বৈধ বলে স্বীকৃত। (রদ্দুল মুহতার : ৯/৮৭)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments