Friday, March 29, 2024
spot_img
Homeখেলাধুলাকমনওয়েলথ ব্যাটন বহন করবেন যারা

কমনওয়েলথ ব্যাটন বহন করবেন যারা

অলিম্পিকের পর দ্বিতীয় সর্ববৃহৎ মাল্টি স্পোর্টস গেমস কমনওয়েলথ গেমস। আগামী বছর জুলাইয়ে ইংল্যান্ডের বার্মিংহামে বসবে এই আসর। কমনওয়েলথ গেমসের রীতি অনুযায়ী গেমসে অংশগ্রহণকারী দেশগুলোতে আসে কমনওয়েলথ ব্যাটন। বাংলাদেশে এবার সেই ব্যাটন আসবে আগামী ৬ই জানুয়ারি। শ্রীলঙ্কা থেকে এই ব্যাটন সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছাবে। ব্যাটন ম্যানেজারের পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি গ্রহণ করবেন অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শাহেদ রেজা এটি হস্তান্তর করবেন অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে। বিওএ সভাপতি দুই কৃতী ক্রীড়াবিদ আরচার রোমান সানা ও কারাতেকা মারজানা আক্তার প্রিয়ার হাতে তুলে দেবেন।পরের দিন ৭ই জানুয়ারি ব্যাটন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যাবে। এই যাওয়ার পথে ব্যাটন থাকবে সাফে স্বর্ণজয়ী কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা, ভারোত্তোলক জিয়ারুল ইসলাম, ফেন্সিংয়ে স্বর্ণজয়ী ফাতেমা মুজিব ও আল আমিন ইসলাম। দুপুর আড়াইটা থেকে ব্যাটন বিকেএসপি থেকে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হবে। এই সময় ব্যাটন থাকবে কমনওয়েলথে পদকজয়ী দুই শুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদের কাছে। বিকাল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত ব্যাটন বৃটিশ হাইকমিশনে থাকবে। সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যান্টনমেন্টে থাকবে ব্যাটন। পরের দিন সকাল সাড়ে ৯টায় ব্যাটন শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের উদ্দেশ্যে রওনা হবে। ১০টায় কলেজে পৌঁছাবে। এই সময় ব্যাটন বহন করবেন সাফে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সোমা বিশ্বাস। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ব্যাটন এই কলেজে থাকবে। ৯ই জানুয়ারি রোমান সানা ও মাবিয়া আক্তার সীমান্ত এই ব্যাটন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে বয়ে আনবেন। দুপুর ১২টায় এই ব্যাটন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে হস্তান্তর করা হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গদের ব্যাটনের সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে। দুপুর ১টায় ব্যাটন ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হবে। ১০ই জানুয়ারি বাংলাদেশ থেকে ব্যাটন ত্যাগ করবে। ব্যাটন ঢাকা থেকে যাবে ভারতের রাজধানী দিল্লিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments