আমি ছিলাম খ্যাতিমান বুদ্ধিজীবী
নিকট অতীতের স্মৃতির পাতায়
এখন ক্ষমতার নিখাদ স্তাবক
দিনরাত বসে থাকি দাসত্বের খাঁচায়।
রাষ্ট্রের নৈতিক অধঃপতন
সমাপ্তি প্রায়
তবু পদকের ভয়ঙ্কর লোভে
ডুবে থাকি অশুভ চিন্তায়
আমি দরিদ্রতম ভিক্ষুক, যদি
প্রতিষ্ঠানের প্রধান হওয়া যায়।
হত্যা খুন ধর্ষণ
ভয়ংকরতা জাতির মাথায়
টু শব্দটি করার প্রয়োজন নেই
শুধু নত থাকি অনুগ্রহ ভিক্ষায়।
আশেপাশে চরম অন্যায়
মৃত্যুর হাহাকার শোনা যায়
আমি নিন্দা বা তিরস্কার করি না
মহামহিম সম্রাটের সাথে
যদি ভুল বোঝাবুঝি হয়ে যায়!
আমি আজো কবিতা লিখি
আসাদের শার্ট নিয়ে
এখন নয় তা বিপজ্জনক,
গতকাল আমার মায়ের বুক
আবার খালি, বাবার আর্তনাদ
আমি বিশ্বাসঘাতক,
স্বীয় বাসনার সিদ্ধিতে
প্রতিরোধ মিছিলে যাইনি।
আমি অবিস্মরণীয় বুদ্ধিজীবী
ইট পাথরের গায়ে গায়ে
আমার নাম যেন
খোদাই করা হয়।
রাষ্ট্রের কাছে শেষ চাওয়া
আমার এখন অন্তিম সময়
২৪ ক্যারেট সোনায় মোড়ানো
কফিন যেন বরাদ্দ হয়!
আমার সমাধিফলকে কলঙ্কস্বরূপ
লজ্জার কালিতে লেখা হবে
‘লোভের পাপে পাপী
বিবেক বিক্রির বুদ্ধিজীবী।’