জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে। শুক্রবার গ্লাসগোতে সম্মেলন শেষে বিভিন্ন দেশের রাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্তের খসড়া প্রকাশ করা হবে।
শুক্রবার গ্লাসগোতে কপ২৬ সম্মেলন শেষ হবে। তার আগে প্রায় ২০০ দেশের আলোচকরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার বিষয়ে কাজ করবেন।
পর্যবেক্ষণে উঠে এসেছে যে জলবায়ুর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার সঙ্গে যে ব্যবধান তা কমাতে উষ্ণতা কমানো প্রয়োজন। আর এ জন্য আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে। না হলে ২০৩০ সালে জলবায়ু ঝুঁকিতে পড়বে। আবার ক্ষতিও দ্বিগুণ হবে।
গাছপালা নিধনের ফলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর এতে করে তাপমাত্রাও ক্রমাগত বাড়ছে। শুধু তাই নয়, যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বৈশ্বিক দূষণের জন্য ২৪ শতাংশ দায়ী।
এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের স্বার্থে সুন্দর পৃথিবীর প্রত্যাশায় বিশ্বের সবাইকে একসঙ্গে এগিয়ে আসার কথা বলেছেন।
সূত্র : আলজাজিরা।