জাতীয় দলের নির্বাচকদের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেট থেকে অবসরের আগেই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়া মাশরাফি বলেন, নির্বাচকদের এ কথা না বলাটা অনেক বড় দুর্বলতা। আপনার যদি কথা বলার সাহস না-ই থাকে, তাহলে আমি মনে করি এসব জায়গায় চাকরি করা ঠিক না। আপনাকে সাহসী হতে হবে।
মাশরাফি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মতো শীর্ষ এক প্রতিষ্ঠানে বসে যখন সাহস দেখাতে পারবেন না, তখন আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। একটা খেলোয়াড় যখন পারফর্ম করতে না পারলে প্রশ্ন ওঠে, আপনার পারফরম্যান্সও সেভাবেই দেখা হবে। এটাও বিবেচনা করা হবে।
সম্প্রতি জাতীয় দলের তারকা পেসার আবু জায়েদ রাহি সংবাদমাধ্যমকে বলেছেন, জাতীয় দলে খেলতে হলে লবিং করতে হয়। তার এমন মন্তব্যে বৃহস্পতিবার মাশরাফি বলেন, এটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। খেলোয়াড়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যে কেউ ন্যূনতম শ্রদ্ধা আশা করে। খেলোয়াড়দের যদি বলা হয় তাদের কী সমস্যা, কোথায় ভুল ছিল, কী করণীয়—তাহলে নিজের ভুলগুলো বুঝতে পারে। এই কারণগুলো না জানিয়ে যখন কাউকে বাদ দেওয়া হয়, তখন তার জন্য দলে আবার ফেরাটা কঠিন হয়ে যায়। সে ঠিক কী কারণে বাদ পড়ল তা বুঝিয়ে দেওয়া উচিত।