Saturday, July 27, 2024
spot_img
Homeধর্মকখন হজে যাবেন

কখন হজে যাবেন

কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পর হজে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। এসব শর্ত পাওয়া গেলে ব্যক্তির জন্য নিজে হজ আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর এসব শর্ত পাওয়া না গেলে নিজে হজ করা ওয়াজিব হবে না। বরং অন্য কোনো ব্যক্তি দ্বারা নিজের জীবদ্দশায় বদলি হজ করাবে অথবা মৃত্যুর পর বদলি হজ করানোর জন্য অসিয়ত করতে হবে।

শর্তগুলো হচ্ছে—

১.   শারীরিকভাবে হজ করতে সক্ষম হওয়া। (বায়হাকি, হাদিস : ৮৯২২)#

২.   হজে গমনে প্রতিবন্ধকতা না থাকা। যেমন—কয়েদি বা অন্য কারো অধীন হওয়া ইত্যাদি। (বায়হাকি, হাদিস : ৮৯২২)#

৩.   রাস্তার নিরাপত্তা থাকা। (সুনানে কুবরা, হাদিস : ৮৯২২)#

৪.   নারী যুবতী হোক বা বৃদ্ধা, তার সঙ্গে স্বামী বা অন্য কোনো মাহরাম থাকা। (বুখারি, হাদিস : ১০২৪)#

৫.   মহিলা ইদ্দত অবস্থায় না হওয়া। তালাক বা স্বামীর মৃত্যুর কারণে। (সুরা :  তালাক, আয়াত : ১)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments