Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাকখনই চাপে ছিলাম না; সবার সমর্থন পেয়েছি : শান্ত

কখনই চাপে ছিলাম না; সবার সমর্থন পেয়েছি : শান্ত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রতিভা হিসেবে দেখা হয় যাকে, সেই নাজমুল হোসেন শান্তকে নিয়ে সমালোচনা আর ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৩৩ রান করেছেন। দল হেরেছে ৮ উইকেটে। অনেকদিন পর রানে ফিরতে পেরে খুশি শান্ত জানালেন, ফর্ম হারিয়ে তিনি কখনই চাপে ছিলেন না।

আজ রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত নিজের ফর্মহীনতার সময় নিয়ে বলেন, ‘না, ওইরকম চাপে আমি ছিলাম না সত্যি কথা বলতে। কারণ, টিম ম্যানেজম্যান্ট থেকে, কোচিং প্যানেল থেকে এবং নির্বাচকদের থেকে সবসময় একটা সমর্থন ছিল। সবাই পাশে ছিল। আমি আমার স্কিলের ওপর সবসময় বিশ্বাস করি। তাই, একটা খারাপ সময় গেছে; চেষ্টা করব সামনে সুযোগ আসলে ভালোভাবে এটা (পারফর্ম) চালিয়ে যাওয়া। ‘

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা মন্দ ছিল না। কিন্তু মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শান্ত বলেন, ‘শুরুটা ভালোই হয়েছিল। আমরা যদি একটা জুটি গড়তে পারতাম তাহলে ব্যাটিংটা ভালোভাবে উপভোগ করতাম। দলের জন্যও ভালো হতো।  আমার মনে হয় আমরা মিডল অর্ডারে ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছি। সত্যি কথা বলতে, প্রথম ইনিংসে উইকেট এতটা সহজ ছিল না। ওই জায়গায় আমরা আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে হয়তো আরেকটু বড় স্কোর হতে পারত। মিডল অর্ডারে আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments