টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স ও ওরাকলের চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেল টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবসার অর্ধেকেরও বেশি মালিকানা থাকছে বাইটড্যান্সের কাছেই। তবে টিকটকের নাম বদলে হবে ‘টিকটক গ্লোবাল’। এমনকি কম্পানিটির সদর দপ্তর নিয়ে আসা হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। এই চুক্তি থেকে ৫০০ কোটি ডলার পাচ্ছে যুক্তরাষ্ট্র, যা খরচ করা হবে শিক্ষা খাতে। টিকটকের টেকনোলজি পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের সব তথ্য ও নিরাপত্তায় নিয়োজিত কম্পিউটার সিস্টেমগুলোর নিয়ন্ত্রণ থাকবে ওরাকলের কাছে। চুক্তিতে অনুমোদন দেওয়ার পর ট্রাম্প বলেন, ‘এই চুক্তির ওপর আমার আশীর্বাদ আছে।’ সূত্র : সিএনএন