Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাওয়েস্ট হ্যামের মাঠে হার, টানা ৪ ম্যাচ জয়হীন ম্যানইউ

ওয়েস্ট হ্যামের মাঠে হার, টানা ৪ ম্যাচ জয়হীন ম্যানইউ

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া রেড ডেভিলদের জায়গা হয়নি ইউরোপা লীগেও। ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের ৮ নম্বরে থাকা ইউনাইটেড জয় পায়নি নিজেদের শেষ চার ম্যাচে। এর মধ্যে তিনটিই হার। আজ লন্ডন স্টেডিয়ামে লীগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে সবশেষ হারের স্বাদ পায় ‘ম্যান ইন রেড’রা। ঘরের মাঠে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ওয়েস্ট হ্যাম।

ওয়েস্ট হ্যামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যানইউ। আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে ৭২তম মিনিট পর্যন্ত গোলবার অক্ষত রাখে রেড ডেভিলরা। তবে ইংলিশ ফরোয়ার্ড জ্যারড বোয়েন ম্যানইউর ডেডলক ভাঙার ৬ মিনিট পর ২-০ গোলের জয় নিশ্চিত করেন ওয়েস্ট হ্যামের ঘানাইয়ান মিডফিল্ডার মোহাম্মদ কুদুস।

ওয়েস্ট হ্যামের মাঠে হারের স্বাদ পাওয়া ম্যানইউ ম্যাচজুড়ে ৬৬ শতাংশ বল দখলে রেখে ১১টি শটের ৩টি লক্ষ্যে রাখে। বিপরীতে ৩৪ শতাংশ বল দখলে রেখেই ১২টি শটের ৫টি লক্ষ্যে রাখে ওয়েস্ট হ্যাম।

গত ৭ই ডিসেম্বর ঘরের মাঠে চেলসিকে ২-১ গোলে হারায় ম্যানইউ। সেটিই ইউনাইটেডের সবশেষ জয়।

এরপর প্রিমিয়ার লীগে বোর্নমাউথ এফসির কাছে ৩-০ গোলে পরাস্ত হয় রেড ডেভিলরা। চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলের হারের পর লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে ম্যানইউ।

ম্যানইউকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের ছয়ে উঠে গেছে ওয়েস্ট হ্যাম। ১৮ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট ডেভিড ময়েজের দলের। ২৮ পয়েন্ট নিয়ে আটে ম্যানইউ। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৯। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। গোল পার্থক্যে এগিয়ে গানাররা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments