করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টটি প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনার নতুন এই রূপটির নাম দেয় ওমিক্রন। সারা বিশ্বের গবেষকরা ওমিক্রন সম্পর্কে আরো জানার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ওমিক্রন কতটা সংক্রমণযোগ্য?
ডেল্টাসহ অন্যান্য স্ট্রেনের তুলনায় ওমিক্রন বেশি সংক্রমণযোগ্য (ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সহজেই ছড়িয়ে পড়ে) কি-না তা এখনও জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ওমিক্রন পজিটিভ লোকের সংখ্যা বাড়ছে।
ওমিক্রন কতটা গুরুতর?
ডাব্লিউএইচও বলছে, ডেল্টাসহ অন্যান্য স্ট্রেনের সংক্রমণের তুলনায় ওমিক্রন স্ট্রেন সংক্রমণ আরো গুরুতর লক্ষণ সৃষ্টি করে কি-না তা এখনও নিশ্চিত নয়।
প্রাথমিক তথ্য জানাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ওমিক্রন লক্ষণগুলো অন্যান্য রূপগুলোর থেকে আলাদা কি-না, তা স্পষ্ট করার মতো কোনো তথ্য-উপাত্ত নেই।
প্রাথমিকভাবে রিপোর্ট করা সংক্রমণগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ছিল। এদের বয়স অল্প এবং এরা হালকাভাবে সংক্রামিত হয়েছিল। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওমিক্রন স্ট্রেনের তীব্রতার মাত্রা বের করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
সূত্র : দি ইয়র্কশায়ার পোস্ট