Saturday, April 1, 2023
spot_img
Homeবিনোদনওমর সানীর সফলতার নেপথ্যে বাপ্পারাজ!

ওমর সানীর সফলতার নেপথ্যে বাপ্পারাজ!

ওমর সানীর সফলতার পেছনে অবদান রয়েছে বাপ্পারাজের। নিজের ফেসবুক হ্যান্ডেলে সরাসরি এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।

প্রেমে ব্যর্থ হওয়ার চরিত্রে বাপ্পারাজের অভিনয় অনবদ্য, ব্যর্থ প্রেমিকের চরিত্রের অভিনয় নিয়ে এই সময়েও নেটিজেনরা কথা বলেন, আলোচনা করেন। সেই ‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজই ওমর সানীর সফলতার নেপথ্য নায়ক- এমন কথা যখন ওমর সানী বলেন তখন সেটা গুরুত্বপূর্ণ কথাই বটে।  

আজ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে এমন সহজ স্বীকারোক্তি দিলেন ‘আখেরি হামলা’খ্যাত অভিনেতা ওমর সানী।

ওমর সানী বলছেন, বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু।

সানী আরো বলেন, আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই?
শুভ জন্মদিন শুভ জন্মদিন,  হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে।

সম্প্রতি সুলতান’স ডাইন নিয়েও মন্তব্য করে আলোচিত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সুলতান’স ডাইনকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments