Saturday, July 27, 2024
spot_img
Homeধর্মওমরাহ পালন করতে লাগবে না এজেন্সি

ওমরাহ পালন করতে লাগবে না এজেন্সি

সৌদি আরবের বাইরে থেকে কেউ ওমরাহ পালন করতে চাইলে এখন থেকে লাগবে না এজেন্সি, বরং ব্যক্তিগতভাবেই ওমরাহর জন্য ভিসার আবেদন করা যাবে। এ ছাড়া ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহর ভিসা এবং ভিসার মেয়াদ হবে তিন মাস। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সৌদি যুবরাজ ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে সৌদি আরব হজ ও ওমরাহ পালনকে সহজ করার যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে নতুন এই ঘোষণা এলো।

ড. তাওফিক জানান, এ বছর ১০ লাখ মুসল্লি হজ পালন করবেন। এর মধ্যে আট লাখ ৫০ হাজার বিদেশি এবং এক লাখ ৫০ হাজার দেশি। গতকাল ৩ জুন শুক্রবার থেকে স্থানীয় মুসল্লিদের হজের আবেদন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। তিনি আরো বলেন, আসন্ন হজের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো এই লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। এ বছর থেকে ‘হজ স্মার্ট কার্ড’-এর ব্যবহার শুরু হবে।

সূত্র : সৌদি গেজেট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments