Saturday, December 9, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিওপেন এআইয়ে ১০০০ কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের

ওপেন এআইয়ে ১০০০ কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফটের

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্মাতা কম্পানি ওপেন এআইয়ে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। ওপেন এআই এক ব্লগ পোস্টে জানিয়েছে, নিরাপদ, ব্যবহারযোগ্য ও শক্তিশালী এআই তৈরিতে এই বিনিয়োগ কাজে লাগানো হবে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, অত্যাধুনিক এআই তৈরির বিষয়ে গবেষণা চালাতে এবং এআইকে সর্বসাধারণের জন্য একটি প্ল্যাটফরমে পরিণত করতে ওপেন এআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে মাইক্রোসফট। বিশাল এই বিনিয়োগের ফলে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও আউটলুকেও চ্যাটজিপিটি ব্যবহারের রাস্তা খুলে গেছে মাইক্রোসফটের সামনে। এর আগে ২০১৯ সালে ওপেন এআইয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। এরই মধ্যে টেক জায়ান্টটি জানিয়েছে, শিগগিরই ক্লাউড কম্পিউটিং সেবা আজ্যুরে চ্যাটজিপিটি সেবা চালু করতে যাচ্ছে তারা। গত ৩০ নভেম্বর সবার জন্য উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটি। এর পর থেকে এইআই চ্যাটবটটিকে ঘিরে কিছু সমস্যাও তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে চ্যাটজিপিটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উদ্বেগ জানিয়ে বলেছেন, এআই টুলটি শিক্ষার্থীদেরকে লেখাপড়াবিমুখ করে তুলবে।

সূত্র : সিএনএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments