Friday, June 9, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএ বছর আসছে না ম্যাকবুক প্রো

এ বছর আসছে না ম্যাকবুক প্রো

দুই ধরনের আইপ্যাড আনলেও বাদ রয়ে গেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘ম্যাকবুক প্রো’ ল্যাপটপ। এ বছরের শেষে আসার কথা ছিল নতুন মডেল। তবে ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক মার্ক গার্মেন বলেছেন, ‘এ বছর আর কোনো ম্যাকবুক প্রো আনছে না অ্যাপল। আগামী বছরের মার্চে দেখা মিলতে পারে নতুন ম্যাকবুক প্রোর।

ম্যাকবুক প্রো, ম্যাকবুক মিনি ও ম্যাক প্রো—তিনটি ভিন্ন সংস্করণে ল্যাপটপগুলো পাওয়া যাবে। ’ অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ম্যাকওএস ১৩.২। ম্যাকবুক প্রো পাওয়া যাবে ১৪ ও ১৬ ইঞ্চি সংস্করণে। প্রসেসরে থাকবে এম২।   ম্যাক প্রো হবে এযাবৎকালের অন্যতম শক্তিশালী কম্পিউটার। এতে থাকবে এম২ আলট্রা প্রসেসর, ২৪ সিপিআই কোর, ৭৬ গ্রাফিকস কোর, ১৯২ গিগাবাইট মেমোরি।

 সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments