Monday, April 15, 2024
spot_img
Homeবিনোদনএ কোন জায়েদ খান

এ কোন জায়েদ খান

অন্তর্জালে চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে নদীর পাড়ে কাদামাটি আঁকড়ে পড়ে আছেন জায়েদ। কাদা মাখা শরীর, পরনে লুঙ্গি আর সাদা টি-শার্ট, গলায় আছে মাদুলিও। ছবি দেখে হুট করে মনে প্রশ্ন জাগতে পারে, এ কোন জায়েদ খান? কি হলো তার? তবে এরইমধ্যে এ নায়ক পরিষ্কার করেছেন ছবিটি একটি শুটিংয়ের দৃশ্য। এই ছবি দিয়ে জায়েদ নিজেই ফেসবুকে ক্যাপশন জুড়েছেন। লিখেছেন, ইহা একটি শীতের সকাল অব  পিরোজপুর। জানা গেছে, জায়েদ খান এখন অবস্থান করছেন নিজের এলাকা পিরোজপুর জেলায়। সেখানে  তিনি ‘সোনার চর’ সিনেমার শুটিং করছেন। শুটিং চলাকালীন ছবি এটি। জায়েদ খান বলেন, এই সিনেমায় আমি একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি।

নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগের বার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা ভালো না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments