বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রসঙ্গে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র যুক্তরাষ্ট্র শাখা কোন মন্তব্য করতে চায়নি। ‘বিচারাধীন একটি বিষয়ে কোন মতামত প্রদান করা সমীচিন নয়। আমরা আশা করছি আইনের শাসনের স্বার্থেই মামলার রায়ে ন্যায়নিষ্ঠতার প্রকাশ ঘটবে’-২৩ অগাস্ট রোববার দুপুরে যুক্তরাষ্ট্রস্থ ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সংবাদদাতার প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি অধ্যাপক নব্যেন্দু বিকাশ দত্ত এমন অভিমত প্রকাশ করেন। নব্যেন্দু দত্ত অবশ্য উল্লেখ করেছেন যে, ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেভাবে দেশত্যাগে বাধ্য করা হয়েছে সেটি সভ্য সমাজকে দু:খ দিয়েছে। তার সাথে এমন আচরণ না করে অন্যভাবেও বিষয়টি ম্যানেজ করতে পারতো।’ উল্লেখ্য, ২০১৭ সালে নিউইয়র্কে আসার পর পার্শ্ববর্তী নিউজার্সিতে বসবাস করছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। সে সময় তিনি একটি বই লিখে তোলপাড় সৃষ্টি করেছিলেন বাংলাদেশে ক্ষমতাসীন শেখ হাসিনাকে সহ্য করতে পারে না-এমন বিশেষ একটি মহলে। তবে এস কে সিনহা (৬৯) যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না পেয়ে গত বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পাড়ি জমিয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় (রিফ্যুজি) চেয়েছেন বলে তার ঘনিষ্ঠজনেরা উল্লেখ করেন। উল্লেখ্য, কানাডার টরন্টো এলাকায় আগে থেকেই তার কন্যা বসবাস করছেন। তবে কন্যার বাসায় তিনি উঠেননি। প্রচলিত রীতি অনুযায়ী কানাডা সরকারের দেয়া আর্থিক সুবিধায় ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই সস্ত্রীক বসবাস করছেন বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
অপরদিকে, জালিয়াতির মাধ্যমে ঢাকার ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক এই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে গত মঙ্গলবার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতি দুর্নীতিতে অভিযুক্ত হলেন। তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার কাজ চলবে বলে মাননীয় আদালত উল্লেখ করেছেন।
ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম আগের বৃহস্পতিবার এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৮ অগাস্ট দিন ঠিক করে দেন। সে অনুযায়ী কাজ চলছে। চলমান এ মামলা নিয়ে বিচলিতবোধ করলেও গণমাধ্যমে কোন প্রতিক্রিয়া জানাতে চাননি এস কে সিনহা। তার এক ঘনিষ্ঠজনের মাধ্যমে এ সংবাদদাতা কানাডায় যোগাযোগ করে এ তথ্য জানতে পেয়েছেন। এনআরবি নিউজ