Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাএশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন মিরাজের

এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন মিরাজের

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখনো নিজেদের হারিয়ে খুঁজলেও ওয়ানডে ফরম্যাটে নিজেদের একটা অবস্থান তৈরি করেছে। যার বড় উদাহরণ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হারিয়ে সিরিজ জয়। ৫০ ওভারের ম্যাচে নিয়মিতই ভালো করছে টাইগাররা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সিরিজ জিতে ঢাকায় ফেরার পর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজ বিকেলে বাংলাদেশ দলের ছয় সদস্য দেশে ফিরেছেন। যার মধ্যে ছিলেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন মিরাজ। তামিমের নেতৃত্বে ছয় সিরিজ খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ দল। ধারাবাহিকভাবে ভালো খেলে এগিয়ে গেছে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে নিয়মিত ভালো খেলায় বড় স্বপ্ন দেখছেন মিরাজ। দেশে ফিরে এই অলরাউন্ডার বলেছেন, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১৫ মাস বাকি আছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে সামনের বিশ্বকাপ আমাদের জন্য আরো বেশি ভালো হবে। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব। ‘

মিরাজ আরো বলেছেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করলে, আমাদের নিজেদের জন্য ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। অবশ্যই উনারা থাকতেই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কিভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই পথটা আমরা বের করতে পারি। এটা ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments