বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো দুটি নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচনের ঘোষণা দিয়েছে শাওমি। এগুলো মি নোটবুক ও রেডমিবুক ১৫ সিরিজের।
সুপার লাইফ রেডমিবুক ১৫ সিরিজটিতে রয়েছে আধুনিক ডিজাইন, স্টাডি বিল্ট কোয়ালিটি এবং অপটিমাইজ স্পেসিফিকেশন। এতে আছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ১১ জেন ইন্টেল কোর প্রসেসরের সঙ্গে ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম।
১১ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ সুবিধাও পাওয়া যাবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘মি নোটবুক সিরিজ ল্যাপটপে থাকছে ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিকসসহ অত্যাধুনিক সব ফিচার, ১৬ গিগাবাইট ডিডিআর৪ র্যাম এবং ৫১২ জিবি এনভিমি এসএসডি স্টোরেজ। ’
মি নোটবুক আলট্রার দাম ৯৬ হাজার ৯৯৯ টাকা, মি নোটবুক প্রোর দাম ৭৭ হাজার ৯৯৯ টাকা, রেডমিবুক ১৫ প্রোর দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা এবং রেডমিবুক ১৫-র দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা।