Thursday, June 1, 2023
spot_img
Homeবিনোদনএবার সংসার ভাঙছে সালমান খানের আরেক ভাই সোহেলের

এবার সংসার ভাঙছে সালমান খানের আরেক ভাই সোহেলের

২০১৭ সালে সালমান খানের ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার সংসার ভাঙে। আর এবার ভাঙছে সোহেল খান এবং সীমার ২৪ বছরের সংসার। 

সোহেল খান নিজেও অভিনেতা ও প্রযোজক। সোহেল খান ও তার স্ত্রী সীমা খান আলাদা হওয়ার জন্য শুক্রবার মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়— সোহেল-সীমার দাম্পত্য জীবন কয়েক বছর ধরেই খারাপ চলছিল। এক ছাদের নিচে থাকতেন না তারা। এবার কাগজে-কলমেও আর স্বামী-স্ত্রী হিসেবে থাকছেন না সোহেল-সীমা। আর এ কারণে ডিভোর্স আবেদন জমা দিয়েছেন সোহেল খান ও সীমা খান। মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে আলাদা আলাদা দেখা গেছে তাদের।

১৯৯৮ সালে বিয়ে করেন সোহেল-সীমা। তাদের ঘরে দুই সন্তান, নির্ভান এবং ইয়োহান। ২০১৭ সালের প্রথম দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল।  

ফ্যামিলি কোর্টের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সোহেল খান এবং সীমা আদালতে হাজির হয়েছিলেন। তারা ডিভোর্সের আবেদন জানিয়েছেন। এটা মিউচুয়াল ডিভোর্স।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments