Wednesday, April 17, 2024
spot_img
Homeবিনোদনএবার ভক্তের ওপর মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

এবার ভক্তের ওপর মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস। সম্প্রতি ভক্তের ওপর মেজাজ হারালেন জনপ্রিয় এই অভিনেতা। স্ত্রী রিটা উইলসনকে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন টম হ্যাঙ্কস। সেখানেই এক ভক্তের ওপর মেজাজ হারান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভক্তের ওপর রাগ উগড়ে দিচ্ছেন এই অভিনেতা। তিনি বলছেন, ‘এটা আমার স্ত্রী। দূরে সরে যাও। আমার স্ত্রীকে কি ফেলে দেবে?’

এদিকে নেটিজেনরাও টম হ্যাঙ্কসের এই আচরণকে সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘তার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি সেখানে থাকলে ওই ভক্তকে থাপ্পড় দিতাম।’ অপর একজন লিখেছেন, ‘একদম সঠিক কাজটিই হয়েছে।’

আগামী ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’ সিনেমাটি। ব্রিটিশ রক এন রোলের রাজা এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’। বাজ লারম্যান পরিচালিত এই সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সঙ্গীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তার অভূতপূর্ব খ্যাতি পাওয়া। এ ছাড়া রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তার ২০ বছরের জটিল সম্পর্ক দেখানো হয়েছে। এতে ম্যানেজার কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস।

এছাড়াও এই অভিনেতার ‘পিনোচিও’, ‘দ্য ম্যান কলড ওটো’, ‘অ্যাস্ট্রোরয়েড সিটি’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments